রতন রায় একজন উচ্চ শিক্ষিত বনিয়াদি বংশের ভদ্রলোক। অতি শৈশব থেকেই কলকাতায় মানুষ, শিক্ষা-দীক্ষা এবং চাকরি সবই কলকাতায়। প্রফেসারী করেন শান্তীপুরের কাছে একটি কলেজে, বয়স ৫৪ বৎসর প্রায়। এখন আর প্রতিদিন যাতায়াত করতে পারেন না। তাই সপ্তাহে তিনদিন কলেজ হোস্টেলেই থেকে যান। একটু বেশী বয়সেই বিয়ে করেন তিনি। প্রায় ৩১ বৎসর বয়সে অপরূপ সুন্দরী ২০ বৎসর বয়সের শ্রাবণীকে বিয়ে করেন একমাত্র মেয়ে মিলির বয়স এখন ১২ বৎসর। ছোট খাট এবং খুবই সুখের সংসার রতন বাবুর। শিক্ষীত বি. এ. পাশ স্ত্রী এবং যথেষ্ট স্বচ্ছল অবস্থাপন্ন সংসারের যা থাকা উচিত বিদ্যমান। দেশে পিতৃ পুরুষের যথেষ্ট জমি জমা এবং একটা পূরণ আমলের গাড়ীবারান্দা ওরা বাড়ী আছে। কিন্তু রতনবাবু বড় একটা যান না। জমিজমা দেখা শোনা করে তিন পুরুষের পুরুষানুক্রমিক বংশানুবংশ পুরনো আধা বয়সি প্রায় প্রৌঢ় হরপ্রসাদ বাগদি। আর আপনজন বলতে থাকে অঞ্জলী খুড়ি। যাকে অঞ্জু খুড়ি বলে ডাকেন সকলে। বহুদিন থেকেই আছেন খুড়ি। বয়স আনুমানিক ৪৮ হবে। রতনবাবুর বাবার এক দূর সম্পর্কীয় মামাতো ভাই-এর স্ত্রী প্রথম যৌবনে বিধবা হয়ে রতনবাবুর বাবার কাছে আশ্রয় নেয়। রতনবাবুর বাবুর মৃত্য...
এখানের প্রতিটি গল্প কাল্পনিক, ফ্যান্টাসিমূলক এবং শুধুমাত্র ব্যক্তিগত আনন্দের জন্য দেয়া হয়েছে। ব্যবহারিক প্রয়োগ আপনার জীবন ধ্বংস করে দিতে পারে। আমরা আপনার গৃহীত পদক্ষেপের জন্য কোনভাবেই দায়ী থাকব না।